বোকার শহরে বসবাস করি 😔।
কাটাছে জঙ্গল কাটছে গাছ 😭।
সেইখানে উঠে বড় বড়
দালান , নালা ও রাস্তা-ঘাট ।
ধানের বদলে আজ ঘর ভাড়া তোলে ।
মৎস্য পুকুরে আজ সুইমিংপুল ।
কেন যে মনে হয় না , সামান্য বিলাশীতার জন্য সাকলে করছি ভুল
হয়তো শেষ বয়সে ,
নয় পরবর্তী প্রজম্মেকে যদি
দিতে হয় সেই ভুলের মাশুল।
।।। 😒😒😒।।
43
View