আমার পাপের পরিমাণ এতই যে যার ফলে,আমার রুহের ওজন এখন অনেক বেড়ে গেছে, পাপিষ্ঠ রুহ্টাকে বয়ে বেড়াতে মাটির দেহটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, বৃষ্টিতে ভিজে নিজের পাপটাকে ধৌত করতে চাইছিলাম কিন্তু হায়,,,বৃষ্টি আমাকে অবজ্ঞা করে তার বৃষ্টি পড়াই থেমে গেলো,জীবন আমাকে দিতে চেয়েছিলো সুখ,সুখের বিনিময়ে আমি কিনে নিলাম দুখ,মুক্তি কি পাবো না আমি এ জীবনে হায়,,,মুক্তিরই আশায় জানি কবে এ প্রাণ যায়।
✍:হাসান জয়,
49
View