Posts

প্রবন্ধ

লেখকের জনপ্রিয়তা : ঈর্ষা, দ্বন্দ্ব ও সংকীর্ণতা (Premium)

June 2, 2024

ফারুক সুমন

0
sold
শিল্পাঙ্গণে লেখকদের মাঝে একধরনের দ্বন্দ্বপ্রবাহ বয়ে যায়। এই দ্বন্দ্বের সংবাদ কদাচিৎ প্রকাশ্যে আসে। বেশিরভাগ সময় এই দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বের ভেতর দিয়ে অন্তর্দাহে রূপ নেয়। প্রতিযোগিতামুখর এই বিশ্বে যখন সবক্ষেত্রেই পরস্পরকে অতিক্রমের চেষ্টায় মানুষ কলহবিবাদ, এমনকি প্রাণপাত করে চলেছে। সেখানে শিল্পসাহিত্যের বাজারে এমনতর ঘটনা ঘটবে না, এটা আশা করাই বরং দুরাশা। হ্যাঁ, যেহেতু 'শিল্পজন' কিংবা 'সাহিত্যজন' বললেই আমাদের চোখের সামনে এমন কিছু দীপ্তিময় মানুষের প্রতিচ্ছবি ভেসে ওঠে, যারা সাধারণ মানুষের কাছে আলোকময়, মহৎপ্রাণ ব্যক্তি হিসেবে সমাদর পেয়ে এসেছেন। তারা কোনো ধরনের ব্যক্তিগত দলাদলি কিংবা স্বার্থোদ্ধারের জন্য সঙ্কীর্ণ আচরণ করতে পারেন, এটা সাধারণ জনারণ্যে গ্রহণযোগ্য নয়। সাধারণ কিংবা আলোক প্রত্যাশী মানুষের মন এতে করে আহত হয়।

This is a premium post.

Chapters

Comments

    Please login to post comment. Login