এপিঠ-ওপিঠ
আধুনিক যুগের নিত্যনতুন আবিস্কার নিয়ে মানুষের অহংকারের শেষ নেই। আগের পৃথিবীর চেয়ে অনেক এগিয়ে গেছি আমরা। অনেক দ্রুতগামি যানবাহন আবিস্কৃত হয়েছে। মানুষের জীবন সহজ হয়েছে– এমন দাবিই করা হয়।
বর্তমান দুনিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রতিবছর প্রায় ১১ লক্ষাধিক মানুষ নিহত হয়। আহত হয় ২ কোটি থেকে ৫ কোটির মত মানুষ। এই অপমৃত্যু, আহত-নিহত আগের জামানায় ছিল না। যখন আধুনিক যানবাহন, ব্যাস্ত সড়ক ছিল না তখন সড়ক দুর্ঘটনা বলতে তেমন কিছুই ছিল না।
আধুনিক চিকিৎসায় অনেক রোগ এখন সহজে নিরাময় হয় (আল্লাহর ইচ্ছায়)। যেমন শিশু মৃত্যুহার কমেছে অনেক। কিন্তু গর্ভপাত ও গর্ভের শিশু হত্যা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা কারোই অজানা নয় । নতুন নতুন চিকিৎসাপদ্ধতি যেমন আবিস্কৃত হচ্ছে, আধুনিক জীবনব্যাবস্থার কুফল হিসেবে তেমনই অনেক নতুন নতুন রোগ সৃষ্টি হয়েছে। মানুষের জীবন এক দিক দিয়ে সহজ হলেও অন্য দিক দিয়ে ঠিকই দিন দিন জটিল হয়ে পড়ছে।
কোন বস্তু মানুষের হস্তগত হতে পারে ঠিকই। কিন্তু সেই বস্তু দিয়ে কল্যাণ নাকি অকল্যাণ হবে এবং কী পরিমাণে হবে সেটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেন।
প্রত্যেক বস্তুর উপকার ও ক্ষতি থাকে। আল্লাহ কারো প্রতি দয়া করতে চাইলে তাকে কোনো বস্তু অনুগ্রহ হিসেবে দেন এবং সেই বস্তুর উপকারের প্রকাশ ঘটান। কিন্তু অনেকেই তখন নিজেকে সেই বস্তুর মালিক মনে করতে থাকে। অহংকার প্রকাশ করে। আল্লাহ তাআলা তখন সেই বস্তুর ক্ষতিকর দিকের প্রকাশ ঘটিয়ে তাকে সতর্ক করেন। যেন সে বুঝতে পারে প্রকৃত মালিকানা ও ক্ষমতা কার হাতে।