ভোর চারটা বেজে চৌত্রিশ মিনিটে হঠাৎ এক অদ্ভুত শব্দে ঘুম ভাঙল। জানালার বাইরে বৃষ্টির সাথে দেখা মিলল অচেনা এক মায়াবী পাখির, যার ডাক কানে বাজলেও বোঝা গেল না কোথা থেকে আসছে। মুহূর্তটাকে আঁকতে চাইল ফোনে, তুলিতে, কিংবা কলমে—কিন্তু সবই ব্যর্থ হলো এক অদৃশ্য শক্তির মতো বাধায়। ঠিক তখন মনে হলো, এই ভোরের বৃষ্টি আর সেই অচেনা পাখির রহস্য হয়তো কোনো গোপন গল্প লুকিয়ে রেখেছে...