কবিরা সাধারণত রাজনীতি করতে চান না। তবে মার্কিন কবি আমান্ডা গোরম্যানকে এক্ষেত্রে ব্যতিক্রমী বলা যেতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ২০৩৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও জানিয়েছেন।
কবিতার জগতের সুপারস্টার হিসেবে পরিচিত এই কবি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক আকাংখার কথা প্রকাশ করেন। তিনি বলেন, ২০৩৬ সালে আমার বয়স হবে ৩৮ বছর। তখন আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার উপযুক্ত হবো। ফলে সে সময় আমি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করব।
শৈশবেই মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখার কথা উল্লেখ করে ২৭ বছর বয়সি এই কবি বলেন, ‘সে সময় আমার ৯ কিংবা ১০ বছর বয়স হবে। আমি আমার মাকে বলেছিলাম, তুমি জানো মা, আমি এই পৃথিবীতে কিছু পরিবর্তন আনতে চাই। এজন্য আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।'
উল্লেখ্য, ২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছিলেন আমান্ডা গোরম্যান। ফলে সবচেয়ে কম বয়সি উদ্বোধনী কবি হিসেবে মার্কিন ইতিহাসে স্থান করে নিয়েছেন তিনি। এই অনুষ্ঠানের পর রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান তিনি। বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতিও লাভ করেন। তার বেস্টসেলার বইগুলোর মধ্যে রয়েছে ‘দ্য হিল উই ক্লাইম্ব’, ‘কল আস হোয়াট উই ক্যারি’, শিশুদের বই ‘চেঞ্জ সিংস’।
সূত্র: কিরকাস, পপসুগার