রক্ত জমাটে ক্ষতবিক্ষত তুমি
আঁখিতে অশ্রু নাহি আর
অপলক দৃষ্টিতে লেলিহানে ভাসছিলে
জাগিতে জাগিয়া অদম্য শক্তিতে,
অদম্য শক্তিতে।
নিস্তব্ধতার বলিহান ধরেছিলে স্লোগান
শিকলে বাঁধা লোহার খাঁচায়
বন্দীশালা ভাঙ্গরে তালা
বন্দীশালা ভাঙ্গরে তালা।
বজ্রপাতের মতো ঐ হুংকারে
জেগেছিল আবালবৃদ্ধারাও
বেজে উঠেছিলো মাদলের বাঁশি
ভয়ে কেঁপেছিল শোষনের সিংহাসন
ভয়ে কেঁপেছিল শোষনের সিংহাসন।
নিষ্ঠুরতার দমন-পীড়নে দমাতে পারেনি তোমার অদম্য শক্তিকে
মুক্তি মেলেছিল বঙ্গের, আত্মধ্বনিতে হাসিলো প্রাণ
লোহার ঐ কপাটে ভেজা রক্তের জমাট
আজও দেখতে পাই
তোমার ঐ বিদ্রোহের কন্ঠে প্রতিধ্বনিত
আজও শুনিতে পাই, আজও শুনিতে পাই।
তাই-তো মোড়া তোমার বলিহানে গাই সাম্যের গান
বঙ্গের দুঃখ মিয়া তুমি বাঙালির চিত্তের প্রাণ
বাঙালির চিত্তের প্রাণ।।
135
View