সর্বাঙ্গে ব্যাথা
মলম মালিশ করিবো কোথায়
দিন দিন দেহটা অন্তিম পথে
সুষ্ঠুতা দেখা মিলেনা নিষ্ঠুরতার গ্রাসে
অনেকদিন পর বসেছি কিছু একটা লেখবো
ধুলোবালিতে চেপে ধরেছে
চেয়ার টেবিলও যায়না মুছা
ইদুর তেলাপোকায় সব খেতে বসেছে
সাত পুকুরের জল নিয়ে
সোনা রুপা দিলাম ছুঁয়ে
ঘরের ভিতর চারদিকে দিলাম ছিটিয়ে
উল্টো পোকামাকড় চায় আমায় খেতে গিলে