কবিতা পরে হবে আগে তোমাকে মন ভরে দেখে নেই
যে জোছনা রাতে হারিয়ে যেতাম তোমার হাত ধরে
চাঁদের সাথে কতো কথা বলতাম দুজনায়
তুব যেনো চাহনি শেষ না হয় সারারাত চলছি অজানায়।
মিটি মিটি তারা গুলো চাঁদের হাসিতে হাসছে
তোমার না বলা গল্প গুলো হৃদয়ের কোনে ভাসছে
জোছনা রাতে জোছনায় জোনাকিরা খেলছে
যত রাত গভীরে যায় তোমার ভালোবাসা আমায় ডাকছে।।