অন্ধকারের পর নাকি আলো আসবেই
অপেক্ষার প্রহর যেনো দু'আঁখিতে ভাসছে
নিঃশ্বাস প্রশ্বাস একটা দীর্ঘশ্বাস নিতে হচ্ছে
দু'আঁখির অশ্রুতে নিস্তব্ধতায় বুক ফাটছে।
আলো কি আসবে, নাকি রশ্মিতে সরু দাগ টানবে
অপেক্ষা আর অপেক্ষা দীর্ঘ পথ যেনো আঁকাবাঁকা
আকাশটা যেনো মেঘের সাথে করছে বাড়াবাড়ি
বিজলির ঝলক মেঘের ঘর্ষণ দু’টোই আড়াআড়ি।
আলোর অপেক্ষায় ঘোর অন্ধকারে দাঁড়িয়ে ভাবছি
বৃষ্টি বৃক্ষ স্বাক্ষী তোমার বহুরূপী হাসির ছায়া আঁকছি
তোমায় ছুঁতে চাই, স্পর্শকাতর আমায় দূরে ঠেলে দেয়
অদৃশ্য আড়ালে তোমার ছায়া ছিলো কলঙ্কিনী প্রেম।।