Posts

গল্প

প্রথম পুরুষ (Premium)

June 2, 2024

Jewel Azzam

Original Author জুয়েল আজ্জম

0
sold
নীরাকে আমি আজকে কাছ থেকে দেখবো। আমি জানি তাকে আমার খুব ছুতে ইচ্ছে করবে। স্পর্শ করতে ইচ্ছে করবে। কিন্তু আমি তাকে ছুঁতে পারবো না। জগতের খুব একটা অদ্ভুত নিয়ম আছে সেসব নিয়মের মারপ্যাচে চাইলেও আমরা আমাদের অধিকার পাই না। নিয়ম আমাদের অধিকার কেড়ে নেয়।
আচ্ছা, নীরা কি আমায় জড়িয়ে ধরবে? সে কি আমায় দেখে কান্না করবে? হয়তো অনেক বেশি কান্না করবে মেয়েটা। খুব আবেগী মেয়ে। নরম মনের। সহজে কান্না চলে আসে তার। আমি জানি নীরা যখন কান্না করবে তখন হয়তো আমি নিজেকে সামাল দিতে পারবো না। আমারও কান্না আসবে। মন খারাপ হবে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login