কালকে আমার বিয়ে | মুহাম্মদ লিটন ইসলাম
ইয়ে ইয়ে ইয়ে ইয়ে,
কালকে আমার বিয়ে!
কই রে সোনা মুনিরা,
নিয়ে আসিস ফুলের তরা।
বউয়ের গলায় পরিয়ে দিবো
ঝিঙেফুলের মালা—
রাণীর বেশে, বউয়ের কেশে
গেঁথে দিবো রঙিন ফুলের নরম ফালা।
বউ হাসবে, বউ বলবে—
আমার স্বামী বড্ড ভালা!
কেউ দিবি না নজর তারে,
ধরবো চেপে সবার গলা—
দম যাবে না, দম রবে না,

বউটা আমার বড্ড রাগি—
চুন খসলে পান,
হরণ করে নিয়ে নেবে
সবার কচি জান!