আমি পাখি হয়ে উড়তে চাই কিন্তু আকাশ বলে আমার অসীমে তোর জায়গা নাই,আমি বৃক্ষ হয়ে জন্মাতে চাই কিন্তু মাটি বলে আমার জমিনে তর ঠাই নাই,আমি মানুষ হতে চাই কিন্তু হৃদয় বলে তোর মধ্যে মনুষ্যত্ব নাই,
✍: হাসান জয়
62
View
Comments
-
Chameli Akter
2 months ago
আমি পাখি হয়ে উড়তে চাই কিন্তু আকাশ বলে আমার অসীমে তোর জায়গা নাই,