তোমাকে দেখতে চেয়েছে মন,
ভালোবাসি তোমার দু'নয়ন।
তোমার জন্য কিনেছি একটা লাল গোলাপ।
পাঠাবো..
ভালোবাসার মানুষ।
দুই দিন হলো পাঠিয়েছি আমার গোলাপ,
উত্তর পাবো বলে আশে নিয়ে বসা।
দিলে না উত্তর,
ভালোবাসার মানুষ।
হারিয়ে যাই নি তবু, খুঁজে বেরিয়েছি,
এক যুগ পরে পেয়েছি তোমার ঠিকানা
ভালোবাসি ভালোবাসার মানুষ রূপে।