Posts

সমালোচনা

ভুলের শিকার আয়েশা;সমাজের আয়না।

September 17, 2025

Md Alauddin

184
View

ভুলের শিকার আয়েশা;সমাজের আয়না।

 

 শিরোনামের গল্পটি আমাদের সামাজিক বাস্তবতাকে নগ্ন করে তুলে ধরে। আয়েশা টাকার লোভে ভুল পথে পা বাড়ালেও এর পেছনে পারিবারিক অনুশাসন, সঠিক দিকনির্দেশনা এবং ভালোবাসার ঘাটতিই বড় কারণ হিসেবে চিহ্নিত হয়।

শিশুরা ভুল করলে শুধু কঠোর শাস্তি নয়, বরং ভালোবাসা ও শিক্ষার মাধ্যমেই তাদের সংশোধন করা সম্ভব। অথচ গল্পে বাবার অতি কঠোর আচরণ তাকে হাসপাতালে পৌঁছে দেয়। এটি দেখায়—আমাদের সমাজে ভুলের প্রতিকার প্রায়ই সঠিক উপায়ে হয় না, বরং শাস্তিই হয়ে ওঠে প্রধান হাতিয়ার।

আয়েশার কাহিনি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারই হলো সন্তানের প্রথম বিদ্যালয়। সেখানে যদি সহমর্মিতা, নৈতিক শিক্ষা ও দায়িত্বশীলতা না থাকে, তবে সন্তানরা সহজেই ভুলের পথে গিয়ে সমাজের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে ওঠে।

Comments

    Please login to post comment. Login