আমি বীরাঙ্গনা বলছি
আমি সেই নারী,
যার শক্তি নিয়ে নেওয়া হয়েছিল ১৯৭১এ,
খাঁটি পলিমাটি মাখা বাঙালি মেয়ে বলে,
নিয়ে গেল আমায়, রক্তাক্ত করল আমার বাড়ি |
আমি সেই নারী,
যার বাবা-মা-ভাই-বোন চলে গেছে না ফেরার দেশে,
কিন্তু সে রয়ে গেছে শার্ট লুঙ্গি পরে অবরুদ্ধ পরিবেশে,
শাথে আছে তার মতো হাজারো অসহায় সহযোগী |
আমি সেই নারী,
যার প্রত্যেকটি অঙ্গেলেগে আছে পাষাণ পাকের ছাপ,
নিজেকে দেখলে মনে হয়, হয়তো করেছি মহাপাপ,
তাও হারিয়েছি আমার রূপ, ঝরছে অশ্রুবারি |
আমি সেই নারী,
যাকে এই সমাজ দু’চোখে সহ্য করতে পারে না,
অপমান করে চলে যায় যখন শুনে আমি বীরাঙ্গনা,
আর সে রয়ে গেছে সমাজে চির নিঃসঙ্গ রুগ্ণ পথচারি |
হ্যাঁ, আমি বিরঙ্গনা বলছি,
যার মতো ছন্নছাড়া, বিকৃত, অভাগী কেউ নেই,
তবে তার মতো সাহসী, সহনশীলও কেউ নেই,
তাই এই জীবন নিয়েই আমি সামনে চলছি |