Posts

কবিতা

আমি বীরাঙ্গনা বলছি

September 17, 2025

BD Army Girl

40
View


 

আমি বীরাঙ্গনা বলছি


 

আমি সেই নারী,

যার শক্তি নিয়ে নেওয়া হয়েছিল ১৯৭১এ,

খাঁটি পলিমাটি মাখা বাঙালি মেয়ে বলে,

নিয়ে গেল আমায়, রক্তাক্ত করল আমার বাড়ি |


 

আমি সেই নারী,

যার বাবা-মা-ভাই-বোন চলে গেছে না ফেরার দেশে,

কিন্তু সে রয়ে গেছে শার্ট লুঙ্গি পরে অবরুদ্ধ পরিবেশে,

শাথে আছে তার মতো হাজারো অসহায় সহযোগী |


 

আমি সেই নারী,

যার প্রত্যেকটি অঙ্গেলেগে আছে পাষাণ পাকের ছাপ,

নিজেকে দেখলে মনে হয়, হয়তো করেছি মহাপাপ,

তাও হারিয়েছি আমার রূপ, ঝরছে অশ্রুবারি |


 

আমি সেই নারী,

যাকে এই সমাজ দু’চোখে সহ্য করতে পারে না,

অপমান করে চলে যায় যখন শুনে আমি বীরাঙ্গনা,

আর সে রয়ে গেছে সমাজে চির নিঃসঙ্গ রুগ্ণ পথচারি |


 

হ্যাঁ, আমি বিরঙ্গনা বলছি,

যার মতো ছন্নছাড়া, বিকৃত, অভাগী কেউ নেই,

তবে তার মতো সাহসী, সহনশীলও কেউ নেই,

তাই এই জীবন নিয়েই আমি সামনে চলছি |

Comments

    Please login to post comment. Login