লুকানো ব্যথা গুলো জমিয়ে রেখেছি, একদিন তোমাকে দেখাবো বলে।
কতটা ভেঙেছি নিজেকে।
হৃদয়ের মাঝে তোমাকে বিছিয়ে রেখেছি যতনে।
অবহেলিত তোমাতে।
জল ঢেলে আগুন নিভিয়ে,
পোড়ো মনটাকে বুঝিয়ে নিবে,
এই তো আমি আছি বেশ
ভালোবেসে।
লুকানো ব্যথা গুলো জমিয়ে রেখেছি, একদিন তোমাকে দেখাবো বলে।
কতটা ভেঙেছি নিজেকে।
হৃদয়ের মাঝে তোমাকে বিছিয়ে রেখেছি যতনে।
অবহেলিত তোমাতে।
জল ঢেলে আগুন নিভিয়ে,
পোড়ো মনটাকে বুঝিয়ে নিবে,
এই তো আমি আছি বেশ
ভালোবেসে।