হিরণ্ময় ( ০১ )
আধারে ছলো ছল,
করিয়া চক্ষু শিতল।
গগনে নব্য চন্দ্র,
ভূবনে বেতাল পুষ্পক।
গতিতে আগমনি ঘ্রাণ,
ছিড়িছে বিশৃঙ ধ্যান।।
ঈস্রাকুলে আসি লক্ষ্যদূত,
হরিছে তারা নবুচ্যুত।
সেকূল ভেদিয়া আসিল,
ইসমাদ্বারে রক্ষ প্রসু।।
ঈব্রাতিত আঙ্খা তাহি,
মসীহার অক্ষিসচল ওহি।
কেনান কোরেশ হসেমবহী,
শ্রেষ্ঠ আগাল-বোটা তাহি।।

উপরিউক্ত কবিতার সরল ভার্সন নিম্নে শুধু মাত্র আমার পাঠকদের ভালোবাসার খাতিরে লিখেছি।
হিরণ্ময় ( সরল—০১ )
আঁধারে ভরপুর এই মধ্যপুর,
চোখে স্বপ্নের বাতি, বুকে পণ।
নতুন চাঁদের আগমণ,
জমিনে অটল মনে দেহবল,
আলোর বেগে তার পরিস্ফুটন,
কেড়েছে ঘুম, কেড়েছে ধুম।।
হিব্রু বংশে সকল দূত,
কেরেছে তারা নবুউয়্যত।
সেই বংশধারা ভঙ্গ করে,
সে আসিল আরব ঘরে।।
ইব্রাহীমের দোআ তিনি,
মসীহের বাক্য বানী।
কেনান, কোরেশ, হাসেম ধরে,
শ্রেষ্ঠ মানব আপন ঘরে।।