অসংখ্য মানুষের ভিড়ে আমি ও একজন সাধারণ
ভালোবেসে ভালোবাসি তোমাকে।
দেখতে পাও না জানি,
বুঝতেও চাও না তুমি।
বোঝা না বোঝার মাঝে আমি।
চোখের ভাষায় অনেক কথা থাকে জানি,
কেন যে অবহেলিত আমি।
নীল আকাশের দিকে তাকিয়ে ভাবি
আমি কি তোমার মন মন্দির পূজারী।
চলে যাবো ফিরে আসা হবে না আর
মায়া গুলো রেখে।