Posts

চিন্তা

অহেতুক লিখক পর্ব ১

September 19, 2025

Mohammad Nafis

Original Author Mohammad Nafis

50
View

 .                      বাস্তবতা
এটা অনেক কঠিন আমার মতে বর্তমান যুগে সব থেকে আপন মানুষ হলো আপনার শত্রু, 
কারণ সে তো অন্তত আপনার কথা চিন্তা করে আপনি যদি কোথায় লাভবান হন সে আপনাকে দেখে জলবে আপনি কোথায় লস খেলে খুশি হবে, 
অন্তত সে আপনার সব খবর রাখবে 
কিন্তু আপন মানুষ যেমন (ভাই) 
সে কখনো আপন হয়না 
তারা সর্বদা পরই থাকে এখন হয়তো এটা ভাববেন ছোট বেলা থেকে তো তারা আমাদের খেয়াল রাখে আদর করে তারা আপন না তো কেমন আবার 
আমি বলি। 
আপনি বড় ধরেন এখন ছোট একটা মানুষ কে দেখলে আপনার ও ভালো লাগবে তাকে আদর করতে মন চাইবে তাইনা ঠিক তেমনি আপনার ভাই ও আপনাকে আদর করে আপনি যেমন ছোট কোন বাবুর ক্ষতি হতে দিবেন না তারাও দিবে না কারণ তখন তারা আবেগ এর গোলাম থাকে বিবেগ এর না, 
কিন্তু যখন তারা বড় হবে তাদের বিবেগ বলবে একে নিয়ে আর না এটাই বাস্তব এটাই দুনিয়া মনে রাখবেন আপনার বাবা মা আপনাকে বড় করসে আপনার ভাই না তারা খাবার খাওয়াইসে তারা কর্ম করসে আপনার ভাই ও আপনার মতো তাদের থেকে খাইসে তাই সে আপনার আপন না আপনার বাবা মার আপন তাই জীবন কিছু করতে চাইলে যে আপনার কদর করতে জানে তাকে মূল্য দিন সে যদি আপনার ভাই হয় তাকে মূল্য দিবেন আর যদি সে আপনাকে মূল না দেয় আপনি ও দিবেন না তাকে একটা আচম কা হাওয়া মনে করবেন যে হটাত আসে শান্তি দেয় আবার চলে যায়,
এভাবে হলে তুমি দুনিয়া বুঝো নাহলে তুমি খোকা

Comments