Posts

কবিতা

একদিন ঠিক মুছে যাবো (Premium)

June 2, 2024

Jewel Azzam

0
sold
একদিন ঠিক হারিয়ে যাবো খসে পড়া তারার মতো
একদিন ঠিক শুকিয়ে নেবো হৃদযন্ত্রের এসব ক্ষত।
একদিন ঠিক আর কাঁদবো না তোমার স্মৃতি ভেবে
একদিন নতুন পাতার আগমনে পুরনো'টা ঝরে যাবে।

একদিন ঠিক দাড়িয়ে থাকবো একলা একা বৃক্ষ হয়ে
মেঘ করবে, বৃষ্টি হবে তবুও থাকবো অনড় দাঁড়িয়ে।
একদিন আর কাঁপবো না, আর ভাববো না, অযথা সব
একদিন ঠিক বোবা হবো, বন্ধ হবে ভেতর কলরব।

একদিন ঠিক হারিয়ে যাবো, চর দেওয়া নদীর মতো
নতুন চরে বসত গড়ো, থাকবে না আর ইতস্তত।
একদিন ঠিক মুছে যাবো, তোমার কাঠপেন্সিলের রাবারে
মানুষ চলে যায়, স্মৃতি রঙ বদলায় , দুঃখ লাগে আহারে।


২৭.৩.২৪

This is a premium post.

Comments

    Please login to post comment. Login