আমার জন্য একটু সময় রাখিস,
যতটুকু আগুনে পুইরা সোনা হয় খাটি,
আসমানে মেঘ থাকলে যতটুকু হয় বৃষ্টি।
আমার জন্য একটু সময় রাখিস,
পূর্ণিমার রাইতে যতটুকু থাকে চান্দের আলো,
অমাবস্যার রাইতে যতটুকু থাকে আন্ধার।
আর কিছু না, শুধু একটু সময়!
যেই সময় আমার জীবন থাইমা যাইবো
সেই সময় হইলেও!
আমার জন্য একটু সময় রাখিস।
লেখা: মিজান রহমান।