আমি চাই কেউ আমাকে ভালোবাসুক,
যেমন একটি ফুলের মতো,
যেমন একটি নক্ষত্রের আলো,
যেমন আকাশে মেঘের ভেলা।
যতটুকু আমার নিঃসঙ্গতা,
ততটুকু তার ভালোবাসার ছায়া,
যতটুকু আমার নিঃশব্দ আর্তনাদ,
ততটুকু তার স্নেহের সুর।
আমি চাই কেউ আমাকে ভালোবাসুক,
যেন কল্পনা নয়, বাস্তব হয়,
যেন আকাশে চাঁদ হয়ে থাকে,
যেন হৃদয়ে একটি আলো ঝরে।
শুধু একটি স্নেহময় হাত,
যা আমার হাতে থাকবে,
একমাত্র সেই ভালোবাসা,
যা কখনো ফিকে হবে না।
লেখা: মিজান রহমান।