Posts

নিউজ

গ্রেপ্তারের ভয়ে পুরস্কার নিতে লন্ডন যাননি স্যালি রুনি

September 21, 2025

নিউজ ফ্যাক্টরি

148
View

আইরিশ উপন্যাসিক স্যালি রুনি গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেননি। ফিলিস্তিনপন্থী গ্রুপ 'প্যালেস্টাইন অ্যাকশন' এর প্রতি তার সমর্থনের কারণে যুক্তরাজ্য প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায় তিনি সাহিত্য পুরস্কার নিতে যাননি। 

রুনি তার চতুর্থ উপন্যাস 'ইন্টারমেজো' এর জন্য চলতি বছরের স্কাই আর্টস অ্যাওয়ার্ড জিতেছেন। ১৬ সেপ্টেম্বর লন্ডনের রাউন্ডহাউস থিয়েটারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তার প্রকাশক অ্যালেক্স বোলার তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।  

এক বিবৃতিতে রুনি বলেছেন, 'আজ সন্ধ্যায় যদি আমি এই পুরস্কারটি গ্রহণ করার জন্য নিজে উপস্থিত হতে পারতাম, তাহলে খুবই খুশি হতাম। কিন্তু অহিংস যুদ্ধবিরোধী প্রতিবাদের প্রতি আমার সমর্থনের কারণে আমাকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে প্রবেশ করলে আমি গ্রেপ্তারের মুখোমুখি হতে পারি।' 

বিবৃতিতে তিনি মানব জীবনের মর্যাদা এবং সৌন্দর্যের প্রতি তার বিশ্বাস ও ফিলিস্তিনি জনগণের প্রতি তার সংহতি পুনর্ব্যক্ত করেন। গত আগস্ট মাসে আইরিশ টাইমসে লেখা এক নিবন্ধে ৩৪ বছর বয়সী এই লেখক তার বইয়ের রয়্যালটি প্যালেস্টাইন অ্যাকশনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

তিনি জানিয়েছেন, 'নরমাল পিপল', 'কনভারসেশনস উইথ ফ্রেন্ডস' সহ তার বেস্টসেলিং বইগুলো থেকে পাওয়া রয়্যালটি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার জন্য ব্যবহার করা হবে। এছাড়া এই উপন্যাসগুলো অবলম্বনে বিবিসির তৈরি টিভি সিরিজ থেকে প্রাপ্ত রয়্যালটিও সংগঠনটিকে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। 

আইরিশ টাইমসে জনপ্রিয় এই লেখক লিখেছেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আমার এই আয়, সেইসাথে আমার পাবলিক প্ল্যাটফর্ম, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার জন্য ব্যবহার করতে চাই। এর মাধ্যমে আমি এই গণহত্যার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে চাই।'

উল্লেখ্য, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন। ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করা এই সংগঠনটিকে গত জুলাই মাসে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার।

সূত্র: দ্য গার্ডিয়ান    

Comments

    Please login to post comment. Login