নিয়তি আমাকে দুঃখই দিল,
সুখ আর পেলাম না।
চারিদিক অন্ধকারে ডুবে গেল,
কেউ খোঁজ নিল না।
হায় রে বিধাতা।
কি পেলাম জীবনে বিধাতা?
জন্ম ছাড়া
ভালোবেসে ভালো থাকর আশা,
ব্যর্থ হয়ে আসা।
জীবন অনেক বেদনা দিলে।
নিয়তি আমাকে দুঃখই দিল,
সুখ আর পেলাম না।
চারিদিক অন্ধকারে ডুবে গেল,
কেউ খোঁজ নিল না।
হায় রে বিধাতা।
কি পেলাম জীবনে বিধাতা?
জন্ম ছাড়া
ভালোবেসে ভালো থাকর আশা,
ব্যর্থ হয়ে আসা।
জীবন অনেক বেদনা দিলে।