আজ থেকে বহুদিন পরে,
পিছন ফিরে তাকালে,
জীবন কাহিনীর নানা কথা
থেকে যাবে এখানে।
মানুষ আমরা যাবো চলে অজানা গৃহে।
নীতির পরিবর্তন ঘটুক,
ভাষাহীন সমাজের।
আলোকিত হোক এই ধরনীতল
শুভ হোক মায়াবী চোখের দৃষ্টি।
আজ থেকে বহুদিন পরে,
পিছন ফিরে তাকালে,
জীবন কাহিনীর নানা কথা
থেকে যাবে এখানে।
মানুষ আমরা যাবো চলে অজানা গৃহে।
নীতির পরিবর্তন ঘটুক,
ভাষাহীন সমাজের।
আলোকিত হোক এই ধরনীতল
শুভ হোক মায়াবী চোখের দৃষ্টি।