Posts

নিউজ

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন একজন কবি

September 22, 2025

নিউজ ফ্যাক্টরি

261
View

কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিযুক্ত হয়েছেন। একই সঙ্গে একাডেমির চারটি বিভাগে নতুন পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজাউদ্দিন স্টালিন আগামী এক বছরের জন্য ডিজি পদে নিযুক্ত হয়েছেন। এ ছাড়া নিয়োগ পাওয়া ৪ জন পরিচালক হলেন- প্রশিক্ষণ বিভাগে চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ, প্রযোজনা বিভাগে গণমাধ্যম বিশেষজ্ঞ ড্যানিয়েল আফজালুর রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে শিল্প-গবেষক সালমা জামাল মৌসুম এবং নাটক ও চলচ্চিত্র বিভাগে নাট্যব্যক্তিত্ব দীপক কুমার গোস্বামী। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নেতৃত্বের অধীনে শিল্পকলা একাডেমি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠিত হবে। অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশ, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক আইকন ও ঘটনাবলি উদযাপনের মত বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।  

এ ছাড়া শিল্পকলা একাডেমি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যাতে শিল্পকলার গুরুত্বপূর্ণ শাখাগুলোকে অন্তর্ভুক্ত করা যায়। এশিয়ান আর্ট বায়েনাল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্য উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

রেজাউদ্দিন স্টালিন, বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে কবিতায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। আশির দশকের অন্যতম এই কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তার কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। 

Comments

    Please login to post comment. Login