Posts

নিউজ

স্টিফেন কিং এর নতুন বই ‘ইউ লাইক ইট ডার্কার’

June 2, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
212
View

মার্কিন হরর লেখক স্টিফেন কিং এর লেখা নতুন একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। এটি কিং এর লেখা ১২টি গল্পের একটি সংকলন। 

‘ইউ লাইক ইট ডার্কার’ নামের হরর জনরার বইটি চলতি বছরের ২১ মে প্রকাশিত হয়েছে। এটি বের করেছে মার্কিন প্রকাশনা সংস্থা স্ক্রিবনার। বইটিতে নতুন গল্পের পাশাপাশি পূর্বে প্রকাশিত কিছু গল্পও স্থান পেয়েছে। ভাগ্য, মৃত্যু, এবং বাস্তবতার মত বিষয় নিয়ে এই গল্পগুলো লেখা হয়েছে। 

স্টিফেন কিং প্রায় ৪০টি হরর উপন্যাসের লেখক। পাশাপাশি তিনি শতাধিক ছোট গল্প, চিত্রনাট্য, কবিতা, প্রবন্ধ, কলাম এবং ননফিকশন বই লিখেছেন। কিন্তু নতুন এই বইয়ের উপসংহারে কিং জানিয়েছেন, তিনি এখনও লেখার কাজটি সত্যিই বুঝতে পারেন না। 

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী এই লেখক ‘কিং অব হরর’ নামে পরিচিত। ১৯৭৪ সালে তিনি ‘ক্যারি’ নামের একটি উপন্যাসের মাধ্যমে হরর জনরার জগতে প্রবেশ করেন। প্রথম উপন্যাসেই সাড়া ফেলে দিয়েছিলেন কিং। ১৯৭৬ সালের নভেম্বরে এই উপন্যাস অবলম্বনে একই নামের একটি হলিউড সিনেমা বানানো হয়। এটি বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর থেকে স্টিফেন কিংয়ের খ্যাতি এবং ভক্ত অনুরাগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত এই হরর জনরা শাসন করে যাচ্ছেন তিনি। 

সূত্র: ডিপিএ, এনপিআর   

Comments

    Please login to post comment. Login