Posts

নিউজ

নজরুলের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের শতবর্ষ পূর্তিতে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশ

September 23, 2025

নিউজ ফ্যাক্টরি

185
View

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষ পূর্তিতে বিশেষ সংকলন গ্রন্থ ‘গাহি সাম্যের গান’ প্রকাশিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

এই বিশেষ সংকলন গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন। এটি প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। 

এই বইয়ে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের ১১টি কবিতা ১১টি ভাষায় অনুবাদ করা হয়েছে। পাশাপাশি বিদ্রোহী এ কবির সাম্যবাদ ও সাহিত্যচিন্তা নিয়ে নজরুল গবেষক ও লেখকদের ১০টি প্রবন্ধও অন্তর্ভুক্ত করা হয়েছে।  

উল্লেখ্য, সাম্যবাদী কাব্যগ্রন্থ ১৯২৫ সালে প্রকাশিত হয়েছিল। ২০২৫ সালে বইটির শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত সংকলন ‘গাহি সাম্যের গান’ নজরুলকে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুনভাবে পরিচিত করাবে বলে আশা করা হচ্ছে। 

‘গাহি সাম্যের গান’ সংকলনটির দাম ১ হাজার ২০০ টাকা। এটি তেজগাঁওয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে পাওয়া যাচ্ছে। পাঠকেরা চাইলে ডাকযোগে ও কুরিয়ারেও সংগ্রহ করতে পারবেন।   

Comments

    Please login to post comment. Login