গল্পের শুরু:
রাত তখন প্রায় বারোটা। হঠাৎ ঘুম ভেঙে গেল রাহুলের। বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত গন্ধও আসছে তার সাথে। ঘর অন্ধকার, তবুও বুকের ভেতর ধড়ফড়ানি থামছে না।
টেবিলের উপর রাখা পুরোনো ডায়েরিটার দিকে চোখ পড়তেই আঁতকে উঠল সে।
ডায়েরিটা সে আগের রাতে বন্ধ করে রেখেছিল, অথচ এখন সেটা খোলা—
আর পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে:
“আমি ফিরে এসেছি...”