২০২৫ সালের বুকার প্রাইজের জন্য মনোনীত লেখকদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বুকার কর্তৃপক্ষ এই তালিকাটি ঘোষণা করেছে।
চলতি বছরের বুকারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন ৬ জন লেখক। এরা হলেন, কিরণ দেশাই, সুসান চোই, কেটি কিতামুরা, ডেভিড সালায়, বেন মার্কোভিটস এবং অ্যান্ড্রু মিলার।
এবার বুকার কর্তৃপক্ষের কাছে ১৫৩টি উপন্যাস জমা পড়েছিল। সবগুলো বই ইংরেজিতে লেখা এবং ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত হয়েছিল। এগুলোর মধ্য থেকে দীর্ঘ তালিকার জন্য নির্বাচিত হয়েছিল ১৩টি বই। ২৯ জুলাই বুকার প্রাইজের এই দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়।
১০ নভেম্বর লন্ডনে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের বুকারজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ হাজার পাউন্ড।
উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে। এর আগে ‘মিডনাইটস চিলড্রেন’ এর জন্য সালমান রুশদি, ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ এর জন্য কাজুও ইশিগুরো, ‘দ্য গড অব স্মল থিংস’ এর জন্য অরুন্ধতী রায়, ‘দ্য কনজারভেশনিস্ট’ এর জন্য নাদিন গর্ডিমার, শুগি বেইন এর জন্য ডগলাস স্টুয়ার্ট মর্যাদাবান এই পুরস্কারটি পান।
২০২৫ সালের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. কিরণ দেশাই – ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’
২. অ্যান্ড্রু মিলার – ‘দ্য ল্যান্ড ইন উইন্টার’
৩. কেটি কিতামুরা – ‘অডিশন’
৪. বেন মার্কোভিটস – ‘দ্য রেস্ট অব আওয়ার লাইভস’
৫. সুসান চোই – ‘ফ্ল্যাশলাইট’
৬. ডেভিড সালায় – ‘ফ্লেশ’