একটা মৃত্যু্র সংবাদ আর তুমি
আমাকে দুর্বল করেছে।
অনেক ভেবেছি আমি
মৃত্যুই জীবনের শেষ জানি।
যেদিকে তাকাই তুমি আর মৃত্যু,
ভালোবাসি দু'জনারে।
আকাশের নীল দিগন্তে ভালোবাসার ছবি এঁকেছি,
জমিনে্র শেষপ্রান্তে কবরের চিহ্ন করেছি।
যাবো চলে ভালোবেসে আপনারে।
দুঃখের মাঝে সুখের পসরা সাজিয়ে
বিলিয়ে দিব।