স্বীকার করতেই হবে
বাড়াবাড়ি আমাদের মজ্জাগত,
সীমালঙ্ঘন নিত্যকর্ম।
এ স্বভাব পাল্টানো যাবে না,
এ স্বভাব পাল্টানোর নয়।
লজ্জা নিজেই লজ্জিত।
কিছু দেখে কিছু শিখি না,
কোথায় কি বলতে হয় জানিনা।
তবু চাপার জোর ফুরোয় না,
বোধোদয় আজ অস্তগামী।
নিজ কাজে লবডঙ্কা,
অন্যের বেলায় চুলচেড়া বিচারক।
স্বার্থপরতা আর ভন্ডামির তরী বেয়ে
পাড়ি দিয়েছি মহাসমুদ্র।
নিরাশায় নিভে যায় দীপ্তপ্রাণ,
হতাশায় হারায় অন্তরালে।
রণভঙ্গের পরাজয়ের গ্লানি
ডুবে যায় অন্ধকার গহ্বরে।
আবার আসিব ফিরে
নতুন কোন বিদ্রোহ লগ্নে।
বিপক্ষে দাঁড়ানো সহজ নয় জানি,
তবু ফিরে ফিরে আসবো বারবার,
দিশেহারা পথে হবো আলোর দিশা।
