Posts

নিউজ

ডিসেম্বরে হচ্ছে না একুশে বইমেলা, নির্বাচনের পরে হতে পারে

September 29, 2025

নিউজ ফ্যাক্টরি

241
View

বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পরে হতে পারে বলে আভাস পাওয়া গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বরের একটি সিদ্ধান্ত অনুযায়ী, একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলার যে তারিখ ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে। 

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসায় ডিসেম্বরে মেলার সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরে মেলার সময় নির্ধারণ করা হবে। 

উল্লেখ্য, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন মাথায় রেখে বাংলা একাডেমি আগামী ১৭ ডিসেম্বর থেকে বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করেছিল। মেলাটি ১৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। 

Comments

    Please login to post comment. Login