একটা বয়সের পর কি বাঁচতে ইচ্ছে হয়না নাকি বাঁচার ইচ্ছেটা আগের মতোই রয়ে যায়??
নাকি "বাঁচার ইচ্ছে " এই টার্মটা শিখার পরই জীবনের শুরু হয় এবং এর আগের সবকিছু একটা ঘোলাটের মতো মনে হয়??
নাকি একটা কিছু সবসময় মৃত্যুকে ভুলিয়ে রাখে।
কিচ্ছু বুঝিনাহ।
আবার মৃত্যুর কথা চিন্তায় আসলে জীবন আর যাপিত হয়না।
কোনকিছুতে আর জোর খাটাতে ইচ্ছে করে নাহ।
কিচ্ছু বুঝিনাহ।
মানসিক ভাবে ক্লান্ত লাগে খুব।
বাবা মাকে এককোটি টনের শান্তি কিনে দিয়ে কোথাও উধাও হয়ে যেতে মনে হয়।
এটুকু দিতে পারলে মনে হয় কেউ আর কিছু বলবে নাহ,
" যাক হয়েছে, বেটা মরলেও বাপ মায়ের একটা হিল্লে করে গেলো"।
মানুষ নিজের জন্য বাঁচে না-- আরো স্পেসিফাই করে বললে,
" একটা বয়সের পর পুরুষ মৃত"
একটু একটু বুঝতে পারছি।