আবার সন্ধ্যা নামবে নীরব হেমন্তে,
পাতাঝরার শব্দ, আর কানে বাজবে
পুরোনো দিনের সেই চেনা সুর।
তবু আমাদের আর দেখা হবে না।
মেঘলা আকাশের ফাঁকে চাঁদের হাসিতে,
হঠাৎ কোনো অলিখিত চিঠির পাতায়,
ছুঁয়ে যাবে স্মৃতির নরম স্পর্শ।
কিন্তু আমাদের আর দেখা হবে না।
যখন শহর ঘুমাবে ক্লান্ত ভোরে,
হেঁটে যাব দু’জন চুপচাপ রাস্তায়,
ঠিক করে যেন ভুল পথ ধরি ফের!
তবু আমাদের আর দেখা হবে না।
হুড খোলা রিকসায়, রেশমী লাল চুড়ী হাতে, কপালে কালো টিপ,
ব্যাস্ত শহরের কোলাহল অগ্রায্য করে
বাতাসে মিশে যাবে তোমার প্রেমহীন হৃদয়ের ঘ্রান!
চেনা সুর হয়ে বেজে উঠবো আমি তোমার অচেনা বাঁশিতে!
তবু আমাদের আর দেখা হবেনা,
দেখা....হবেনা আর..!
লেখা : মিজান রহমান।