Posts

নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পোয়েট লরিয়েট আর্থার সি

September 30, 2025

নিউজ ফ্যাক্টরি

47
View

কবি, অনুবাদক, সম্পাদক এবং অধ্যাপক আর্থার সি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পোয়েট লরিয়েট নিযুক্ত হয়েছেন। ১৫ সেপ্টেম্বর মার্কিন লাইব্রেরি অব কংগ্রেস ৭৪ বছর বয়সী এই কবিকে দেশটির ২৫তম পোয়েট লরিয়েট হিসেবে ঘোষণা করেছে। তিনি প্রথম এশীয় আমেরিকান হিসেবে এই সম্মান পেলেন

লাইব্রেরি অব কংগ্রেস জানিয়েছে, আর্থার সিকে এক বছরের জন্য এই পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ৯ অক্টোবর ৩ বছর ধরে দায়িত্বে থাকা অ্যাডা লিমনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে পোয়েট লরিয়েট ছিলেন জয় হার্জো, নোবেলজয়ী কবি লুইস গ্লুক ও বিলি কলিন্স।     

পোয়েট লরিয়েট মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী কবি হিসেবে কাজ করেন। তার দায়িত্ব হলো কবিতা পাঠকে উৎসাহিত করা। তবে বিভিন্ন লরিয়েট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। সি জানিয়েছেন, তিনি অনুবাদ করা কবিতা প্রচারের উপর মনোনিবেশ করতে চান।

তিনি বলেছেন, 'পোয়েট লরিয়েট হিসেবে আমি কবিতা, বিশেষ করে অনুবাদ কবিতা আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে, তা প্রচার করার জন্য একটি মহান দায়িত্ব অনুভব করছি।'     

উল্লেখ্য, আর্থার সি ১৯৫০ সালে নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি চীনা অভিবাসীর সন্তান। ১৯৬৮ সালে তিনি এমআইটিতে গণিত এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে তিনি কবিতা নিয়ে অধ্যয়নের জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় যান। ১৯৭২ সাল থেকে তিনি ১২টি কবিতা সংকলন প্রকাশ করেন। এর মধ্যে ২০২৫ সালে প্রকাশিত ‘ইনটু দ্য হুশ’ বইটিও রয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

   

Comments

    Please login to post comment. Login