গাজার আর্তনাদ
………স্বপন বিশ্বাস
আর কত রক্ত চাই তোমার?
আমার শিশুর নিস্তব্ধ দেহও
কি তোমার ক্ষুধা মেটাতে পারল না?
তুমি সৃষ্টি, আমিও সৃষ্টি,
তবু কেন আমাকে বারবার বলি?
গাজার আকাশ আজ চিৎকার করে—
“আমরা মরব না, আমরা বাঁচব।
রক্ত নয়, মুক্তিই আমাদের অধিকার।”
গাজার আর্তনাদ
………স্বপন বিশ্বাস
আর কত রক্ত চাই তোমার?
আমার শিশুর নিস্তব্ধ দেহও
কি তোমার ক্ষুধা মেটাতে পারল না?
তুমি সৃষ্টি, আমিও সৃষ্টি,
তবু কেন আমাকে বারবার বলি?
গাজার আকাশ আজ চিৎকার করে—
“আমরা মরব না, আমরা বাঁচব।
রক্ত নয়, মুক্তিই আমাদের অধিকার।”