Posts

সমালোচনা

দুর্গা প্রতিমায় ড. ইউনূসকে অশুর রূপে; দেশজুড়ে তীব্র সমালোচনা।

September 30, 2025

Md Alauddin

127
View

দুর্গা প্রতিমায় ড. ইউনূসকে অশুর রূপে; দেশজুড়ে তীব্র সমালোচনা।

সাংবাদিকঃ-ওমর ফারুক।

তারিখঃ৩০-০৯-২০২৫

সাম্প্রতিক দুর্গাপূজা উৎসবে এক বিতর্কিত প্রতিমা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অশুর (মহিষাসুর) রূপে উপস্থাপন করা হয়েছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

ধর্মীয় উৎসবের মঞ্চে একজন জীবিত ব্যক্তিকে, বিশেষত দেশের দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তিকে অবমাননাকরভাবে চিত্রিত করা কেবল অশালীনই নয়—এটি সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এই ধরনের কর্মকাণ্ড ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টা হতে পারে বলে মনে করছেন অনেক সচেতন নাগরিক।

Comments

    Please login to post comment. Login