Posts

কবিতা

কতটুকু আমার?

October 1, 2025

সুকান্ত সোম

35
View

এতো বড় আকাশ, তার কতটুকু আমার?

 ক্ষুদ্র এ চোখে যতটুকু দেখা যায়। 

তার কতটুকু ছুঁয়েছি আমি? 

 অথচ মেখেছি তার তীব্র নীল সমগ্র দেহে,

 হয়তো বয়েছি কিছু তার, ছোট্ট এ বুকে। 

তবুও ঢেকে যায় কখনো মেঘে, 

জল হয়ে ঝরে যায়, রংধনু দেখে।

Comments

    Please login to post comment. Login