Posts

নিউজ

দান্তের শাস্তি ন্যায়সঙ্গত কি না, যাচাই করতে চেয়েছিলেন বংশধরেরা

October 1, 2025

নিউজ ফ্যাক্টরি

52
View

ইতালিয়রা দান্তে আলিগিয়েরিকে সর্বোচ্চ কবির সম্মান দিয়েছে। তার ‘ডিভাইন কমেডি’ বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। অথচ দুর্নীতির অভিযোগে মৃত্যুদন্ডের শাস্তি মাথায় নিয়ে নির্বাসিত অবস্থায় মারা গিয়েছিলেন এই কবি। মৃত্যুর ৭০০ বছর পর তার বংশধরেরা এই অভিযোগের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সে সময় তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছিল, তা ন্যায়সঙ্গত ছিল কি না তাও যাচাই করে দেখতে চেয়েছিলেন তারা।   

২০২১ সালে দান্তের ৭০০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। সে সময় তার বংশধর জ্যোতিঃপদার্থবিজ্ঞানী স্পেরেল্লো ডি সেরেগো আলিগিয়েরি এবং আইনের অধ্যাপক আলেসান্দ্রো ট্র্যাভারসি দুর্নীতির এই মামলা নিয়ে কাজ করেছেন। তারা যাচাই করে দেখতে চেয়েছিলেন, ১৩০২ সালে দুর্নীতির অভিযোগে এই মহাকবিকে দোষী সাব্যস্ত করে যে শাস্তি দেয়া হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কি না।  

সেসময় ফ্লোরেন্সের রাজনীতি হোয়াইট গুয়েলফস এবং ব্ল্যাক গুয়েলফস এই দুই দলে বিভক্ত ছিল। দান্তে ছিলেন হোয়াইট গুয়েলফস পার্টির সদস্য। কিন্তু ১৩০১ সালে যখন দান্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়, তখন ফ্লোরেন্সের ক্ষমতায় ছিল ব্ল্যাক গুয়েলফস পার্টি। তাকে ৫ হাজার ফ্লোরিন জরিমানা করা হয় এবং দুই বছরের নির্বাসন দেওয়া হয়েছিল। এছাড়া পাবলিক অফিস থেকে স্থায়ীভাবে নিষিদ্ধও করা হয়েছিল। ১৩০২ সালের মার্চে তিনি যখন আদালতে হাজির হতে ব্যর্থ হন, তখন তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছিল।  

এদিকে ২০২১ সালে ইতালির পত্রিকা কোরিয়ের ডেলা সেরার এক প্রতিবেদনে বলা হয়, অপরাধী যে নির্দোষ তা নতুন করে প্রমাণ করতে পারলে যেকোনো চূড়ান্ত রায় সংশোধন করা যেতে পারে। এর জন্য নির্দিষ্ট কোন সময়সীমা নেই। যেকোনো সময় আদালতে রায় পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো যেতে পারে। এমনকি তা ৭০০ বছর পরে হলেও কোনো সমস্যা নেই।    

সে সময় স্পেরেল্লো ডি সেরেগো আলিগিয়েরি বলেছেন, ‘এটা রাজনৈতিক বিচার। আমার প্রিয় পূর্বপুরুষ দান্তের বিরুদ্ধে নির্বাসন এবং মৃত্যুদণ্ডের যে শাস্তি দেওয়া হয়েছে তা অন্যায্য ছিল। এটা বাতিল করা হয়নি। গ্যালিলিও গ্যালিলির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। আইন যদি অনুমতি দেয় তাহলে আমি পুনর্বিবেচনার জন্য বলবো।’   

অধ্যাপক আলেসান্দ্রো ট্র্যাভারসি জানিয়েছিলেন, দান্তের বিরুদ্ধে যে দুটি রায় দেয়া হয়েছে তা বর্তমান আইন অনুযায়ী পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। দান্তের শাস্তি ন্যায়সঙ্গত ছিল কি না তা যাচাই করে দেখবেন তারা।

উল্লেখ্য, ইতালি ভাষার জনক হিসেবে পরিচিত দান্তে আলিগিয়েরি ১২৬৫ সালে ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। ১৩২১ সালে তিনি রাভেনায় মারা যান। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। ২০২১ সালে দান্তের ৭০০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। 

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login