Posts

কবিতা

এক ফসলি জীবনে

October 2, 2025

সুকান্ত সোম

51
View

ঠিক যেমন ক্ষয়ে যায় পাহাড়সম পাথর

মৃদু বাতাসের অভ্যাসে।

আসে প্রেমের রুপে।

ক্ষতের বুকে যে আদর পড়ে

ছাপ রেখে যায়

না পাওয়া ব্যথাদের সাথে নিয়ে,

জানোতো এক ফসলি জীবনে

যত দেয়, ঠিক ততটায় নেয়।

এরই মাঝে সামনে এগোনোর স্বপ্ন দেখি।

জানি মৃত্যু ওত পেতে থাকে

কত রুপে তা কে জানে৷

ধীরে ক্ষয়ে যাওয়া পাহাড়ও একদিন শেষ হয়।

তবে জীবন নয়, মৃত্যুই শুরু করে জীবনের।

Comments

    Please login to post comment. Login