Posts

চিন্তা

মনঃকষ্ট ২

October 2, 2025

Shams

53
View

 সকলের চোখে ফারুক সাহেব  একজন সৎ ও পরিশ্রমী কর্মকর্তা । অফিসের নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলেন এবং  অন্যদের চেয়ে বেশি সময় অফিসে কাটান। তার অধীনে কর্মরতদের তিনি সবসময় গ্রাহক সেবায়  তটস্থ রাখেন । গ্রাহকরা তার আন্তরিকতা দেখে খুবই সন্তুষ্ট। অফিসের কাজ ও জনসেবা যেন তার জীবনের প্রধান ব্রত।

যেটা অজানা সেটা এবার বলি……..

অফিস কাজে Devoted ফারুক সাহেবের সংসারের প্রায় সব কাজ চলে অফিসের কর্মচারীদের মাধ্যমে। স্ত্রীর মার্কেটিং  এবং ছেলে-মেয়ের স্কুলের  জন্য অফিসের গাড়ি পাঠানো হয় ।  পিয়ন বাজার করে আনেন। এমনকি এক কর্মচারী যিনি ভালো রান্না পারেন, প্রায়ই ফারুক সাহেবের বাসায় গিয়ে রান্না করে আসেন।

এখানেই শেষ নয়। অফিস শেষে বন্ধুবান্ধবদের নিয়ে তিনি অফিসেই আড্ডা দেন। তাদের আপ্যায়নের জন্য অফিসের চা, নাস্তা, এমনকি রাতে খাবারের ব্যবস্থাও করেন অফিসের টাকায়।আবার এসবে ব্যস্ত থাকতে হয় অফিসের নিরীহ কর্মচারিদের। অফিসের পরিসরেই গড়ে উঠেছে ফারুক সাহেবের পারিবারিক ও সামাজিক জীবন।

Comments

    Please login to post comment. Login