শেষ চিঠির গল্প
লেখা: মিজান রহমান।
তোমায় লেখা শেষ চিঠিটা
আর তোমার ঠিকানায় পৌঁছায়নি,
হয়তো বাতাসেই ভেসে গেছে,
হয়তো অক্ষরগুলো থেমে গেছে
পথের ধুলোর আঁচলে।
সেই চিঠিতে ছিল কিছু না বলা কথা,
ভেজা চোখে লেখা প্রতিটা লাইন,
একটা অসমাপ্ত বিদায়ের কষ্ট,
আর কিছু স্মৃতির হালকা নকশা
যা কেবল হয়তো তুমি বুঝতে।
ডাকপিয়নের হাতে তুলে দিয়েছিলাম
ভোরের আলো ফোটার আগে,
ভাবলাম, সময়ের আগেই পৌঁছে যাবে,
কিন্তু সময় থেমে ছিল সেদিন
আর ঠিকানাটা ছিল বড্ড দূরে।
আমার নিঃশব্দ আর্তনাদটা
বেঁচে আছে, টিকে আছে
তোমার নামের পাশে।