Posts

নিউজ

বেইলি গিফোর্ড প্রাইজের শর্টলিস্ট প্রকাশ

October 2, 2025

নিউজ ফ্যাক্টরি

192
View

চলতি বছরের বেইলি গিফোর্ড প্রাইজের শর্টলিস্ট বা সংক্ষিপ্ত  তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন ৬ জন লেখক। এদের মধ্যে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের লেখক জেসন বার্কও রয়েছেন। 

বিচারকরা ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে প্রকাশিত ৩৫০টিরও বেশি ননফিকশন বই থেকে এই প্রাইজের জন্য ১২টি বইয়ের একটি  দীর্ঘ তালিকা তৈরি করেছিলেন। এবারের দীর্ঘ তালিকায় ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক সময়কালকে অন্বেষণ করে এমন জীবনী এবং আখ্যানমূলক ইতিহাসের বই প্রাধান্য পেয়েছিল।  

এদিকে ৪ নভেম্বরে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী লেখক পাবেন ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (৬৭ হাজার ডলার)। আর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া লেখকদের প্রত্যেকেই ৫ হাজার পাউন্ড পাবেন।   

উল্লেখ্য, বেইলি গিফোর্ড প্রাইজ ১৯৯৯ সালে চালু হয়। এটি ননফিকশনের জন্য বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। আগে এটি স্যামুয়েল জনসন প্রাইজ নামে পরিচিত ছিল। ইংরেজি ভাষায় সেরা ননফিকশন বইয়ের জন্য প্রতি বছর ব্রিটেন থেকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের যেকোনো দেশের লেখক এটি পেতে পারেন।

২০২৫ সালের বেইলি গিফোর্ড প্রাইজের শর্টলিস্ট এক নজরে দেখে নেওয়া যাক:   

১. জেসন বার্ক - 'দ্য রেভ্যুলুশনিস্টস'  

২. হেলেন গার্নার - 'হাউ টু এন্ড অ্যা স্টোরি'

৩. রিচার্ড হোমস - 'দ্য বাউন্ডলেস ডিপ'

৪. অ্যাডাম ওয়েমাউথ - ‘লোন উলফ’

৫. জাস্টিন মারোজ্জি - 'ক্যাপ্টিভস অ্যান্ড কম্পানিয়ন্স' 

৬. ফ্রান্সেস উইলসন - 'ইলেক্ট্রিক স্পার্ক' 

Comments

    Please login to post comment. Login