মোবাইল ফোন মোবাইল ফোন তোমাকে আমার দরকার
তোমাকে ছাড়া আমার জীবন পুরোটাই হলো ছারখার
তুমি কেরেছো কত আবেগ তুমিই করেছো কত নষ্ট জীবন
তবু কেন বোঝেনা মোর পাগল এ মন
বাবাকে বলি মাকে বলি কেউ তো শোনে না
তোমাকে ছাড়া এ জীবনে বেঁচে থাকা যায় না
ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এ সবই যে তোমার
এগুলো বিহীন উন্নত বিশ্ব পুরোই অন্ধকার কল হাস্যে মুখরিত এই নতুন জীবনে হায়
আজকাল দেখি সব মানবেই তোমায় কাজে লাগায়
মোবাইল ফোন মোবাইল ফোন তোমাকে আমার দরকার
লোকে তোমায় দিনে রাতে স্মরণ করে বারবার