ঢাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক বাদশাহ।
নিজস্ব প্রতিবেদকঃ ওমর ফারুক।
তারিখঃ ০৪-১০-২০২৫

ঢাকা শহরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে বাদশাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৪ অক্টোবর ২০২৫) রাতের দিকে রাজধানীর বংশাল এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাদশাহ দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। ঘটনার দিন তিনি একটি মোটরসাইকেলের তালা ভাঙার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয়দের চোখে পড়ে গেলে তাঁরা দ্রুত তাঁকে ঘেরাও করে ফেলে। পরে গণপিটুনির হাত থেকে রক্ষা করতে পুলিশকে খবর দেওয়া হয়।