Posts

নিউজ

সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে অস্ত্রোপচার, পরানো হয়েছে রিং

October 4, 2025

নিউজ ফ্যাক্টরি

139
View

ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে অস্ত্রোপচার ও রিং পরানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। 

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-ই-খুদা জানান, সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার (৩ অক্টোবর) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ড. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আছেন। এখন তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এদিকে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম গণমাধ্যমে জানান, সৈয়দ মনজুরুল ইসলামের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক' হয়েছে। হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করে তার হার্টে রিং পরানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের ব্যক্তিগত সহকারী হান্নান বলেন, ‘স্যারের অস্ত্রোপচার হয়েছে। হার্টে দুইটা রিং পরানো হয়েছে। তবে স্যার চাচ্ছেন না, তার অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশিত হোক।’     

উল্লেখ্য, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাবির ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে 'ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব' বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৯৬ সালে তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদক দেওয়া হয়।      

Comments

    Please login to post comment. Login