মৃত্যুকে ভালবাসতে হয়, মনে মনে সাজিয়ে রাখতে হয় সূর্যমুখীর মাঠে। গভীর রাতে যখন মানুষেরা ঘুমোয়, তখন মৃত হয়ে পাতা-ফুলের আড়াল ভেঙে দেখতে হয় আকাশ, তারা, মেঘ, চাঁদ। মন চাইলে আকাশে উড়ে যেতে হয় কিংবা আলতো করে শুয়ে পরতে হয় ফুলের উপর। মানুষ,পাখি,তারা, ফুল সবাই হারিয়ে যায় কিন্তু আকাশ কেন হারায় না ভাবতে ভাবতে গায়ের উপর জড়িয়ে নিতে হয় সবুজ পাতা।