আমি গরীব
আমি গরীবের কথা কই ,
গরিবি হালে চলি
গরীব আমার পরম বন্ধু
কলমের ঐ কালি ।।
বড় রাস্তা , দালান কোঠা ,
বড় ঘর আর গাড়ী
করোনা বড়াই বড়লোকেরা
বেঁচে গরীবের নাড়ী ।।
অনেক দিয়েছ হুমকি ধামকি
দিয়েছ অনেক ঝাড়ি
আমি গরীব , ভয় পাইনা
আসছি তোদের বাড়ি ।।
শোষিত হয়েছি , শাসিত হয়েছি
করেছ নিপীড়ন
বুটের যাঁতায় পিষ্ট হয়েছি ,
হবো বিস্ফোরণ । ।
পেটে নেই ভাত , চলেনা দুটো হাত
সংবিধানের দোঁহায় দিয়ে খেয়েছ মোদের রাত
দেখিয়েছো আইন - আদালত
শুনেছি মিষ্টি ভাষণ
অনেক হয়েছে আর নয়
এবার ভাঙবো জালিমের শাসন ।।